চবির শিক্ষার্থীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য ওয়াই–ফাই ও শৌচাগারের ব্যবস্থাসমেত শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির স্টেশনে আরও একটি রেলওয়ে প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম চবিতে রেলপথ পরিদর্শনে এসে উপাচার্যের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন। বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে চড়ে তিনি ক্যাম্পাসে আসেন।
মন্ত্রী বলেন, ‘আপনাদের সহযোগিতা করতে আমি নিজ থেকেই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সব রেললাইনই ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এই পথ সংস্কার করা হবে। রেলসেবা আধুনিকায়ন করতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে আধুনিকায়নের কার্যক্রম চলছে।’
তিনি আরও বলেন, আগে কক্সবাজারের সঙ্গে কোনো রেলসংযোগ ছিল না। এখন সেখানে রেলপথ হচ্ছে। আরেকটি রেলপথ হচ্ছে কাপ্তাই পর্যন্ত। আগামী জুনে ২০০ কোচ পাওয়া যাবে। ওই কোচ থেকে একটি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। সে ট্রেনটি হবে ১৫ থেকে ১৬ বগির। প্রত্যেকটি বগিতে চেয়ারের ব্যবস্থা থাকবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শিরীণ আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, রেজিস্ট্রার কে এম নূর আহমদ, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, মহাব্যবস্থাপক (পূর্ব) নাছির উদ্দিন আহমেদ, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মতবিনিময় সভাশেষে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনে ফের শহরের উদ্দেশে রওনা দেন।