Lead News

৯ দিনে ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৪৫৫ জনের

৯ দিনে ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৪৫৫ জনের

দেশে করোনাভাইরাস প্রতিসেধক টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এরমধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন, নারী তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ৪৫৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৭৮ জন, যা কিনা রবিবারের চেয়ে বেশি। রবিবার (১৪ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। সোমবার টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৪৭ হাজার ১৫৫ জন আর নারী ৭৯ হাজার ৫২৩ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ৭৩৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৭৪৪ জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৬০ জন, রংপুর বিভাগে ২১ হাজার ৬১৮ জন, খুলনা বিভাগে ২৭ হাজার ৭১০ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩১ জন আর সিলেট বিভাগে ১৬ হাজার ২২৭ জন।

এদিকে ঢাকা মহানগরের ৪৬টি হাসপাতালে আজ টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ হাজার ৭১৪ জন আর নারী নয় হাজার ৩৪১ জন। আজ ঢাকা মহানগরীর হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, এক হাজার ৪৮৪ জন।

এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫০২ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৭৬ জন আর নারী ৪৭ হাজার ২৬ জন।

দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিনে (৭ ফেব্রুয়ারি) টিকা নেন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন (৯ ফেব্রুয়ারি) এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। ১২ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন আর গতকাল ( ১৪ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Back to top button