ধর্ম ও জীবন

নরওয়েতে কোরআন পোড়ানোর প্রতিবাদে দশ হাজার কোরআন বিতরণ

World Politics News:  নরওয়েতে কোরআন পোড়ানোর প্রতিবাদে অভিনব এক পন্থা অবলম্বন করেছে সেখানকার মুসলমানরা। অমুসলিমদের মধ্যে ১০ হাজার কপি কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা।

দ্য নরওয়েজিয়ান মুসলিম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজুল কোরআন মসজিদ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তারা জানিয়েছেন, রাজধানী অসলোসহ নরওয়ের বিভিন্ন শহরে স্থানীয় ভাষায় অনূদিত ১০ হাজার কোরআনের কপি বিতরণ করা হবে, খবর নরওয়ে টুডে।

‘আমি বিশ্বাস করি, বহু মানুষ কুরআন ও মুসলিম ধর্মবিশ্বাসের ব্যাপারে আগ্রহী। এই প্রকল্প কোরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে।’ বলেছেন, মিনহাজুল কুরআন মসজিদের বোর্ড-মেম্বার হামজা আনসারি।

বিশ্বব্যাপী ইসলামের যে জাগরণ শুরু হয়েছে, তারই ঢেউ লেগেছে নরওয়েতে। প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করছে শত শত অমুসলিম। আর তাই ফুঁসে ওঠেছে নরওয়ের ইসলামবিদ্বেষী দলগুলো।

ম্প্রতি নরওয়ের ইসলামবিদ্বেষী দল ‘দ্য অর্গানাইজেশন স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএএন)-এর এক সভায় কোরআনে অগ্নিসংযোগের চেষ্টা হয়। এই ঘটনার পর নরওয়ের মুসলিমরা ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভাঙতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কোরআন বিতরণের আগে তারা মানুষের মধ্যে ফুল বিতরণ করে এবং পার্কে কোরআন তিলাওয়াত বাজায়। নরওয়ের অনেক অমুসলিমকে এসব উদ্যোগে অংশগ্রহণ করতে দেখা যায়।

উল্লেখ্য, নরওয়ের মোট জনসংখ্যার ৫.৭ শতাংশ মুসলিম এবং ২০১৩ সালে নরওয়ের ভাষায় প্রথম কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশিত হয়।

 

 

আরও দেখুন এখানেঃ ধর্ম ও জীবন, বাংলার প্রথম কোরআন শরীফ 

Tag: World Politics News, Politics World News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =

Back to top button