BreakingLead Newsআইন ও বিচার
৫ বছরের সব ধর্ষণ মামলার তথ্য সুপ্রিম কোর্টে তলব
সারাদেশে বিগত ৫ বছরে দায়ের হওয়া সব ধর্ষণ মামলার তথ্য তলব করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সারাদেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে এ তথ্য চেয়ে নোটিশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
২৮ ফেব্রুয়ারি দেয়া ওই স্মারকে বলা হয়, এক রিট মামলায় গত ২১ অক্টোবর হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন। আদেশে ধর্ষণের ঘটনায় গত ৫ বছরে সারাদেশে কতগুলো ধর্ষণ মামলা হয়েছে সে তথ্য ৪ মাসের মধ্যে বিবাদীদের জানাতে বলা হয়েছে।
এ অবস্থায় ২১ অক্টোবরের আদেশের আগের ৫ বছরে সারাদেশে দায়েরকৃত ধর্ষণ সম্পর্কিত মামলার সংখ্যা এ চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।