Sports News Today: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত ক্রিকেটের বাইরে থাকলেও দর্শক পছন্দের বাইরে নেই। বরং সকল ক্রিকেটীয় বিচারেই তিনি আছেন স্ব-অবস্থানে আপন আলোয় সমুজ্জল।
সেটাই দেখা গেছে সম্প্রতি ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকট্র্যাকার’ এর বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ নির্বাচনের ক্ষেত্রে, যেখানে উঠে এসেছে সাকিবের নাম।
আগামী বছর অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে একাদশ প্রকাশ করেছে এই ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকট্র্যাকার’। আর তাদেরই একাদশে অলরাউন্ডার হিসেবে সাকিবকে বেছে নিয়েছে তারা।
বিশ্বসেরা এই অলরাউন্ডার ছাড়াও আরো ৮ দেশের ক্রিকেটার রয়েছেন। তবে একাদশে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব। এছাড়া রয়েছেন ভারতের তিনজন এবং আফগানিস্তানের দুজন।
যেখানে বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা ইয়ন মরগানকে অধিনায়ক করে ঘোষিত দলে ওপেনিংয়ে রাখা হয়েছে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা, তার সঙ্গে আরেক ওপেনার হিসেবে আছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। টপ অর্ডারে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজম।
জানা গেছে, গত ৩ নভেম্বর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ হয়ে দাড়ায়। সেই উপলক্ষে এই একাদশ তৈরি করে সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার।
ক্রিকট্র্যাকারের বিশ্বসেরা একাদশ : রোহিত শর্মা, মোহাম্মদ শাহজাদ, বিরাট কোহলি, বাবর আজম, ইয়ন মরগান (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, রশিদ খান ও ইমরান তাহির।
আরও সংবাদঃ সর্বশেষ খেলার খবর, সাকিব আল হাসান
Tag: Sports News Today, Today Sports News