মেয়েদের গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আফগান সরকার
আফগান মেয়েদের গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নির্দেশনা অনুযায়ী, ১২ বছর পার হলে কোন মেয়ে প্রকাশ্যে গান গাইতে পারবেন না। খবর ডয়চে ভেলে।
বুধবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে দেশটির শিক্ষামন্ত্রী। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একই নির্দেশনা জানিয়েছেন এক ভিডিওবার্তায়। সবাই মনে করছেন এর মাধ্যমেই আফগানিস্তানে তালেবান শাসন ফিরছে। বিবৃতির নির্দেশনা উদৃত করে ডিডব্লিউ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন যে প্রকাশ্যে ১২ বছরের উপরে কোনও স্কুলছাত্রী গান গাইতে পারবে না। কেবলমাত্র এমন সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে যেখানে শতভাগ নারী উপস্থিতি।
১২ বছরের উপরের নারীরা কোনভাবেই পুরুষদের সামনে গান গাইতে পারবেন না। স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় এমন নির্দেশ জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে আফগান প্রশাসনের সঙ্গে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পেক্ষিতে আফগান সরকার এমন কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে বলে মত তাদের।
ফলে দেশটিতে ক্রমশ তালেবানদের প্রভাব বাড়তে শুরু করেছে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। এর আগে যখন তালেবানদের শাসন চলতো তখন মেয়েদের স্কুল যাওয়া, গান গাওয়া এমনকি শিল্পচর্চাও দেশটিতে ছিল নানাবিধ নিষেধাজ্ঞা। পরবর্তীতে সেই অবস্থা থেকে ধীরে ধীরে বের হয়ে আসে পুরো আফগানিস্তান।
হঠাৎ দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় নতুন করে সেই পুরনো শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে, আফগান সরকারের এমন সিদ্ধান্ত জারির পরপরেই প্রতিবাদ করছেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গানের ছবিও পোস্ট করছেন তারা। যেটাকে তারা দেশের সংস্কৃতি বলছেন।
অবশ্য প্রশাসন সূত্র ডিডব্লিউকে জানিয়েছে, দেশটিতে এ নিয়ম জারি হয়েছে অভিভাবকদের অনুরোধেই। মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে এমন অভিযোগও করেছেন অনেক অভিভাবক। তারই পেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার। আর এই নিয়ম জারি করা হয়েছে দেশের সমস্ত প্রভিন্সের সকল স্কুলগুলোতে। সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট করবে ওই সমস্ত স্কুলের প্রিন্সিপালরা।
আরও খবর পেতে দেখুনঃ ধর্ম ও জীবন – ইতিহাসের ডায়েরী
Positive News Afgan, Positive News Afgan