সরকারি কর্মীদের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা যাবে নাঃ ভারতের সুপ্রিম কোর্ট
কোনও সরকারি কর্মীকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া মানে তা সংবিধানকে উপহাসের সামিল। শুক্রবার এ কথা জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। কেন্দ্র বা রাজ্য, সরকারি কোনও আধিকারিক কমিশনের দায়িত্বে এলে তাতে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন হবে বলে মনে করে সুর্পিম কোর্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আরো বলা হয়, আদালত জানিয়েছেন, ইলেকশন কমিশনারদের একেবারে স্বাধীন হতে হবে। যে কোনও লাভজনক পদে আসীন বা সরকারি কর্মী হলে তাদের নিযুক্ত করা যাবে না। পাশাপাশি দেশের যেসব জায়গায় কমিশনে এই ধরনের নিয়োগ হয়েছে সেখান থেকে সরকারি আধিকারিকদের অবিলম্বে পদ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
রায় প্রদানের সময় বিচারপতিরা সংবিধানের ১৪২ ও ১৪৪ ধারায় সুপ্রিম কোর্টর বিশেষ ক্ষমতার কথা তুলে ধরেন। সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী ‘সম্পূর্ণ ন্যায় বিচারে’র জন্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আর ১৪৪ ধারা অনুযায়ী সেই নির্দেশ মানতে বাধ্য সংশ্লিষ্ট প্রশাসন।।