ধর্ম ও জীবন
সুনামগঞ্জে বাবুনগরী ও মামুনুল হকের মাহফিলে জনতার ঢল
সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতে ইসলামের আয়োজনে শানে রিসালাত সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। দুপুরের আগেই সমাবেশস্থল দিরাই স্টেডিয়াম মাঠ কানায় কানায় ভরপুর হয়ে উঠে।
আগত তৌহিদী জনতা অবস্থান নেন পার্শ্ববর্তী দিরাই সরকারি কলেজ, বাসস্ট্যান্ড, নতুন বাগবাড়ী, ভরারগাঁও সড়কসহ আশপাশের এলাকায়। বেলা সাড়ে ১২টার দিকে হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের বহনকারী হেলিকপ্টার দিরাই হ্যালিপ্যাড মাঠে অবতরণ করেছে।
এরআগে হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার আয়োজনে শানে রিসালাত সম্মেলন সোমবার (১৫ মার্চ) পূর্বনির্ধারিত সকাল ১০টায় শুরু হয়। সিলেট ও সুনামগঞ্জ থেকে আগত আলেম উলামাগণের বক্তব্যের মধ্য দিয়ে চলছে সম্মেলনের কাজ।