ভারতের মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেইঃ অমিত শাহ
ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের মুসলিম নাগরিকদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার রাজ্যসভার অধিবেশনে এ কথা জানান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই। তারা ভারতের নাগরিক আছেন এবং থাকবেন। অনেকেই অপপ্রচার চালাচ্ছে, এ বিল মুসলিমবিরোধী। এ কথা ঠিক নয়। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
তিনি আরও বলেন, বিলটি কেবল প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে এ বিলের কোনো যোগসূত্র নেই।
তিনি জানান, ভারতীয় মুসলিমরা সবসময় সুরক্ষিত এবং নিরাপদেই থাকবেন। ভারতীয় মুসলমানদের কাছে আমার অনুরোধ, ভুল তথ্যে প্রভাবিত হবেন না। নির্ভয়ে এ দেশে জীবন কাটাবেন আপনারা।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে উঠে শুরু থেকেই বিরোধীদের কটাক্ষ করেন। তিনি বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে লাখ লাখ মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সমস্ত নিপীড়িত শরণার্থীদের অধিকার দেওয়া হবে।
এরপরই বিরোধীদের প্রশ্নের জবাবে তার আশ্বাস, মুসলিমরা ভারতে সুরক্ষিত থাকবেন। তারা ভারতের নাগরিক ছিলেন এবং থাকবেন। কোনো মুসলিমের শঙ্কার কোনো কারণ নেই। মোদি সরকারের নেতৃত্বে ভারতের মুসলিমরা নিরাপদ। যা রটানো হচ্ছে তা ঠিক নয়।
গত সোমবার (৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। এ বিলে ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করার কথা বলা হয়েছে।
আরও জানতে ক্লিক করুনঃ চলমান রাজনীতি, মুসলিমদের যে কারণে ভয় পায় ভারতীয়রা
Tag: Indian Bangla news, Indian Bangla news update