সালামত উল্লাহ্-বদরুননেছা স্মৃতি সংসদের উদ্যোগে এতিমদের মাঝে বস্ত্র, খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মধ্য সাগরদী নুরাণী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার এতিমদের মাঝে বস্ত্র, খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সালামত উল্লাহ্ ও বদরুননেছা স্মৃতি সংসদ।
রবিবার (২১ মার্চ) দুপুরে মাদ্রাসা হল রুমে ১৪ জন এতিমকে পাঞ্জাবী এবং ৪৫ জনকে খাতা, কলম, ডায়েরী, পেন্সিল ও ব্যাগ দেয়া হয়। এসময় মরহুম সালামত উল্লাহ ও বদরুননেছার স্বরণে দোয়া করা হয়। মোনাজাত শেষে ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সালামত উল্লাহ্ ও বদরুননেছা স্মৃতি সংসদের সভাপতি আয়েশা খাতুন এবং সাধারণ সম্পাদক আফিয়া খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মরহুম সালামত উল্লাহ্’র ভাতিজা হোসেন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, খাদিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসার সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, সেক্রেটারী নাজির আহম্মেদ, মধ্য সাগরদী জামে মসজিদ কমিটির সভাপতি আলী আহম্মেদ চৌধুরী, সেক্রেটারী বাহারুল আলম, পর্তুগাল প্রবাসী বেলায়েত হোসেন, খাদিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল আলীম, মধ্য সাগরদী জামে মসজিদের খতিব মাওঃ ইমরান বিন নাজির, সাংবাদিক সোহেল আলম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওঃ দাউদ আলম। সার্বিক তত্ত্বাবধান করেন মধ্য সাগরদী এলাকার কৃতি সন্তান রোটারিয়ান মোঃ কামরুল হাসান।