করোনাভাইরাস
করোনাঃ ২৪ ঘণ্টায় সুস্থ ২২১৯, নতুন শনাক্ত ৫৩৫৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৩৫৮ জন।
মোট শনাক্ত ৬ লাখ ১১ হাজার ২৯৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২২১৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪২হাজার ৩৯৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬হাজার ৬৭১টি নমুনা সংগ্রহ এবং ২৬হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ ৭০হাজার৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।