BreakingLead Newsকরোনাভাইরাস

লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনের প্রতিবাদে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান তারা।

সোমবার) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশ’ ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ব্যবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা।

আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষতি এখনো পূরণ করা সম্ভব হয়নি। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

লকডাউনের বিরুদ্ধে চাঁদপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভসরকার ঘোষিত লকডাউনেরর প্রথম দিনে চাঁদপুরে ‘লকডাউন মানি না’ স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ সময় চাঁদপুর শহরের হাকিম প্লাজা, হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার সামনে অবস্থান নেয়। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি পুনরায় হর্কাস মার্কেট সংলগ্ন চাঁদপুর টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা বিক্ষোভ ও সমাবেশ শেষ করে।

মার্কেট খুলে দেয়ার দাবিতে আজও ব্যবসায়ীদের বিক্ষোভ

লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভচলমান লকডাউনে মার্কেট খুলে দেয়ার দাবিতে আজও নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। আজ সকাল থেকে রাস্তায় বিক্ষোভ করছেন নিউমার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোডসহ মিরপুর রোডের ব্যবসায়ীরা।

তারা বলছেন, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান।

এছাড়া গত এক বছরে করোনায় যে ক্ষতি হয়েছে তা সামনের রমজানে মার্কেট খোলা রাখলে কিছুটা পোষাতে পারবে বলে জানান তারা। এদিকে গাউছিয়া মার্কেটের সভাপতি কামরুল হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সীমিত পরিসরে আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে গতকাল একই দাবিতে নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =

Back to top button