ক্রিকেটখেলাধুলা

এটাই আমার বেস্ট পার্টনারশিপ, বললেন সাকিব

সাত বছরের জুটি। ফলাফল নট আউট। এটাই সাকিব আল হাসানের ‘বেস্ট পার্টনারশিপ।’ এক বছর নিষেধাজ্ঞায় আছেন সুপারম্যান সাকিব। তাহলে অপরাজিত রয়েছেন কোন ম্যাচে? ‘বেস্ট পার্টনার’ই বা কে?

আজ ১২ ডিসেম্বর। সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ছবিতে তাঁর পাশেই শিশির। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘সেভেন ইয়ার্স অ্যান্ড নট আউট, বেস্ট পার্টনারশিপ আই মেড।’

১২-১২-১২, অর্থাৎ ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ফেসবুকেই শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে শিশিরের দেখা হয় ইংল্যান্ডে। এর বছরখানেক পরে বিয়ে করেন তাঁরা।

২০১৫ সালে সাকিব ও শিশিরের কোলে আসে আলাইনা হাসান অব্রি। এখন আলাইনাই সাকিব-শিশিরের রাজ্যের রানি।

চলতি বছর বিশ্বকাপে দুর্দান্ত খেলেন সাকিব আল হাসান। আসরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়ও ছিল তাঁর নাম। তবে গত অক্টোবরে সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় তাঁর শাস্তি হবে এক বছরের। পাতানো ম্যাচের প্রস্তাব পেয়েও তা গোপন রাখার অভিযোগে ওই শাস্তি হয় তাঁর।

সাকিব-শিশির গাঁটছড়া বাঁধেন ২০১২ সালে। বিয়ে করার জন্য বেছে নেন ১২-১২-১২ তারিখকে। ২০১৫ সালের ৮ নভেম্বর দুজনের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি। শিশির-অব্রিকে নিয়েই সাকিবের সুখের সংসার।

আরও সংবাদঃ খেলার খবরসাকিবের জন্মদিনে শিশিরের রোমান্টিক স্ট্যাটাস

Tag: Bd cricket, cricket bd

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =

Back to top button