মামুনুল হকসহ ৮৩ জনের বিরুদ্ধে ৩টি মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।
মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় তিনটি পৃথক মামলা হয়। এর মধ্যে দুটি মামলা দায়ের করে সোনারগাঁও থানা পুলিশ, অন্যটি দায়ের করে অনলাইন টিভি- চ্যানেল এসের সোনারগাঁও প্রতিনিধি হাবিবুর রহমান।
মামলার বিষয়টি নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। আর এক সাংবাদিক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে স্ত্রীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে লাঞ্ছিত করে যুবলীগ-ছাত্রলীগের নেতারা। পরে খবর পেয়ে হেফাজতের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এবং সেই রিসোর্টে ও আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে।