ফের রেকর্ড ভাঙল ভারত, একদিনে শনাক্ত ২ লাখ ১৭ হাজার
করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ২ লাখ পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন।
এটি এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিন দিন দৈনিক মৃত্যু হয়েছে হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ১ হাজার ১৮৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন কোভিডে প্রাণ হারালেন ভারতে।
দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এখন দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।
একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।