BreakingLead Newsকরোনাভাইরাস
লকডাউন বাড়ছে আরো ৭ দিন
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণভাবে লকডাউন হিসেবে পরিচিত চলমান বিধিনিষেধ আরো সাত তিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছ।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ।
এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। যদিও শপিং মল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করেছে সরকার। এখন বাড়তি এই সময়ে বিধিনিষেধ কঠোর হবে নাকি শিথিল থাকবে তা জানা যাবে প্রজ্ঞাপন জারির পর।