Lead Newsসরকার

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না: কাদের

ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের কোনো ধরনের টানাপড়েন চায় না বাংলাদেশ। কোনো পর্যায়ে সম্পর্কের অবনতি হলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সঙ্গে সম্মেলন প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে স্মরণকালের সবচেয়ে বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন। তাই শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন তিনি।

সম্মেলনের পর নতুন নেতৃত্ব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মডেলে দলকে ঢেলে সাজানো হবে। এবারের সম্মেলনে বিদেশি কোনো  উল্লেখযোগ্য অতিথি উপস্থিত না থাকলেও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে, সূত্র এনটিভি অনলাইন।

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 11 =

Back to top button