Breakingধর্ম ও জীবন

গোনাহ করলেই যে দোয়া পড়বেন

নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ যখনই কোনো গোনাহ করে ফেলে, তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার সে গোনাহ ক্ষমা করে দেন। তাই কোনো গোনাহ করার সঙ্গে সঙ্গে ছোট্ট এ দোয়াটি পড়া জরুরি। তাহলো-

أَتُوْبُ اِلَى اللهِ مِمَّا أَذْنَبْتُ

উচ্চারণ : ‘আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।’

অর্থ : (হে আল্লাহ!) আমি যে গোনাহ করেছি; তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

দোয়ার আমল

দোয়াটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি আমল। তিনি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ছবিযুক্ত একটি গদি ক্রয় করেন। যাতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাম করতে পারেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে এসে ছবিযুক্ত গদি দেখেই ঘরে প্রবেশ না করে থমকে দাঁড়িয়ে রইলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বললেন-

أَتُوبُ إِلَى اللَّهِ مِمَّا أَذْنَبْتُ

উচ্চারণ : ‘আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।’

অর্থ : ‘যে গোনাহ আমি করেছি তা থেকে আল্লাহর কাছে তাওবাহ করছি।’

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এ আমলটি হতে পারে মুসলিম উম্মাহর জন্য গোনাহ থেকে ক্ষমা প্রার্থনার অন্যতম একটি কার্যকরী আমল।

আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে গোনাহ থেকে ক্ষমা পেতে এ আমলটি নিয়মিত করে যাওয়ার তাওফিক দান করুন। গোনাহ করার সঙ্গে সঙ্গেই ছোট্ট এ দোয়াটি পড়ার মাধ্যমে গোনাহমুক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Back to top button