ফিলিস্তিনকে রোনালদোর ৩ মিলিয়ন ডলার সহায়তা!
বিশ্বকাপের প্রীতি ম্যাচে ই’সরায়ে’লি প্লেয়ারদের সাথে ক্ষো-ভে তিনি জার্সিও বদলান নি। ফিলিস্তি’নিদের পাশে দাঁড়াতে মুসলিম নয় দরকার মানবতাবোধ।
২০১০-১১ মৌসুমে রোনালদো তার অর্জি’ত গোল্ডে’ন বুট-টি ফিলিস্তিনের মুসলিম অনাথ শিশুদের চিকিৎসা ও শিক্ষা বাবদ দান করেন যার মূল্য ছিল ১৫০ কোটি টাকা।
রোনালদো তার অর্জিত বাৎসরিক আয়ের একটি অংশ মুসলিম এতিমখানা ও গির্জায় দান করে থাকেন।
তাঁর এই উদারতায় মুগ্ধ হয়ে সৌদি রাষ্ট্রপতি তাঁকে উ’পহার হিসেবে পবিত্র কোরআন শরীফ দিলে তিনি সাদরে গ্রহন করেন।
মানচে-স্টারের বাড়ি বিক্রি করে সিরিয়ায় ৫ হাজার ঘর তৈরি করে দেন বিশ্বসেরা এই ফুটবলার।
সিরিয়ার অসহায় মুসলিম বাচ্ছাদের পাশেও ছিলেন তিনি। চ্যা’ম্পিয়ানস লীগ জয়ের জন্য দল থেকে যে টাকা পেয়েছিলন তা তিনি দাতব্য চিকিৎসালয়ে দান করেন ।
এক শিশুর ব্রেইন অপারে’শনের জন্য নিজের অটোগ্রাফ সহ জার্সি এবং ব্রা-ন্ডের একজোরা বুট বিক্রি করে টাকা দেন এই তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো নেপালকে বাংলাদেশী টাকায় ৬১ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৪ শত ৯৫ টাকা ২০ পয়সা দান করেছেন ।
২০১২ সালে সবচেয়ে দানশীল ব্যাক্তিদের মধ্যে ১ম নামটা ছিলো ক্রিস্টিয়ানো রোনালদো গায়ে ট্যাটু করেন না এটা সবাই জানে।