বৈধ ইকামা (আবাসিক অনুমোদন), বহির্গমন ও পুনঃপ্রবেশ ভিসা, বিভিন্ন দেশে বর্তমানে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ২রা জুন পর্যন্ত বৃদ্ধি করবে সৌদি আরব। এক্ষেত্রে কোনো বাড়তি খরচ গুনতে হবে না। সরকারি খরচে এবং স্বয়ংক্রিয়ভাবে এই সময়সীমা বৃদ্ধি করা হবে।
রাজকীয় এক নির্দেশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এ তথ্য জানিয়েছে অনলাইন সৌদি গেজেট। ওদিকে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী শনিবার থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সম্প্রতি বিভিন্ন দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব । এর ফলে অনেক দেশে বিপুল সংখ্যক প্রবাসী এবং বৈধ ভিসার অধিকারী আটকা পড়েন।
তাদেরকে সুষ্ঠুভাবে সৌদি আরবে ফেরার সুযোগ দিতে চাইছে সরকার। এ জন্য পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমানের নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিনামূলে এসব বৈধ ইকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার।
একই সঙ্গে যে অর্থনৈতিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এসব মানুষ তার সমাধান করতে চায়। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) নিশ্চিত করেছে যে, ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের সহযোগিতায় এসব ভিসার মেয়াদ বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে করা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, করোনা মহামারির কারণে গত বছর দেশে এসে আটকা পড়েন বহু প্রবাসী। তার মধ্যে বেশির ভাগই সৌদি আরবের। দেশে আসার পর ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়েন তারা। বন্ধ হয়ে যায় ফ্লাইট। ফলে অসহায় হয়ে পড়েন সৌদিআরব ফেরত প্রবাসীরা। এক পর্যায়ে তারা ঢাকায় সোনারগাঁও হোটেলের সামনে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে থাকেন।