বাংলাদেশিদের থেকে অভূতপূর্ব সহায়তা পেয়েছি আমরাঃ ফিলিস্তিন রাষ্ট্রদূত
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার পর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দেশটি অনেক সহায়তা পাচ্ছে। এখনও এই সহায়তা আসছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বুধবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দেশটির জন্য জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এসব কথা বলেন রামাদান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় আমাদের পাশে ছিল। সম্প্রতি আমরা যে সংকটে পড়েছি, তাতে বাংলাদেশিরা আমার নাগরিকদের জন্য অনেক সহায়তা দিয়েছে। আমরা অনেক সাড়া পেয়েছি। বাংলাদেশ সরকার আমাদের দুটি ব্যাংক হিসাব করতে সহায়তা করেছে। তাছাড়া কয়েকটি মোবাইল ব্যাংকিংয়েও আমরা টাকা পাচ্ছি। আবার অনেকে দূতাবাসে এসেও সহায়তা দিচ্ছেন।’
এখন পর্যন্ত বাংলাদেশিদের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পাওয়া গেছে- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘ কত টাকা পেয়েছি তা এখনও হিসাব করা হয়নি। ব্যাংক থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর আমরা জানাব।’
ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশিদের সহায়তা কিভাবে খরচ করা হবে- জানতে চাইলে রামাদান বলেন, ‘বাংলাদেশ থেকে আমার দেশে টাকা পাঠাতে অনেক ঝামেলা। আমরা যে অর্থ পাচ্ছি তা দিয়ে ওষুধ সামগ্রী কিনে দেশে পাঠাব। আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলো পাঠানোর চেষ্টা করছি।’
এদিন বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে জরুরি সহায়তা হিসেবে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধ সামগ্রী দিয়েছে