তথ্যপ্রযুক্তি

ইভ্যালির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী; জমজমাট আয়োজনে উদযাপন

দেশের ই-কমার্সভিত্তিক শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস ইভ্যালি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। ‘বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া’ শীর্ষক শ্লোগানে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ হাজার অতিথির উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে আইসিসিবি’র চার নম্বর হল ‘নবরাত্রি’।

এসময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল বলেন, ‘আমাদের পথচলা মাত্র এক বছরের। তবে এই অল্প সময়েও আমরা দারুণ কিছু সফলতা অর্জন করেছি। সবথেকে বড় বিষয় ই-কমার্স কেনাকাটা করা যে ব্যয়বহুল না বরং সাধ্যের মধ্যে তেমন একটি বিশ্বাস আমরা গ্রাহকদের মাঝে দিতে পেরেছি। আমাদের ইভ্যালিতে এখন দু’শতাধিক কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। এদের অর্ধেক অংশই নারী কর্মী।’

তিনি আরো বলেন, ‘ইভ্যালি দেশিয় উদ্যোগ, দেশের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আপনাদের সকলের। আমাদের ফেসবুক গ্রুপে প্রায় দেড় লাখ সদস্য আছেন যা দেশে পরিচালিত যেকোন ই-কমাসের মধ্যে সর্বাধিক।’

এ উপলক্ষে ইভ্যালির পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের জন্য পুরষ্কার ও সম্মাননার আয়োজন করা হয়। এছাড়া স্বপ্নপূরণ, ডার্ক নাইট, ইভ্যালি আমল, থান্ডার স্টর্মসহ ইভ্যালীতে চলা বিভিন্ন অফারগুলোর নামে রাখা স্টলে অতিথিদের জন্য সেল্ফি জোনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইভ্যালি ডট কম ডট বিডি। যাত্রা শুরুর স্বল্প সময়ের মধ্যেই চমকপ্রদ এবং গ্রাহকবান্ধব অফারে দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করে দেশীয় এই প্রতিষ্ঠানটি।

 

আরও খবর দেখতে চোখ রাখুনঃ তথ্য ও প্রযুক্তি , ইভালি সম্পর্কে  জানুন বিস্তারিত

Tag: Bd Tech News, Tech news bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =

Back to top button