BreakingLead Newsজাতীয়

ঢাকায় এল চীনের ছয় লাখ টিকা

বাংলাদেশকে দেওয়া চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা আজ রোববার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে।

চীনের সিনোফার্মের তৈরি ওই টিকা ও সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি–১৩০জি বিমান আজ বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায়।

আজ সকালে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন উড়োজাহাজ দুটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। গতকাল শনিবার দুটি উড়োহাজাজ টিকা আনতে বেইজিং রওনা দিয়েছিল।

উইং কমান্ডার মো. হাবিবুর রহমান ও উইং কমান্ডার শেখ মুর্তাজা গালিব পরিবহন বিমানের মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায়। সিনোফার্মের তৈরি ওই টিকার ৩০ হাজার অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে।

গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা কেনার চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বাংলাদেশ। মে মাসের শেষ সপ্তাহে সরকারের এক অতিরিক্ত সচিব সাংবাদিকদের কাছে সিনোফার্মের টিকার দাম বলে দেন।

এতে সিনোফার্ম থেকে জুন মাসে টিকার প্রথম চালান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিনোফার্মের টিকা বাংলাদেশের চেয়ে বেশি দামে কিনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এ বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশও করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =

Back to top button