আন্তর্জাতিকবিচিত্র

ব্যাংকের ভুলে কোটিপতি!

কোটিপতি হতে ইচ্ছা সবার। কথায় আছে ‘ভাগ্যে থাকলে ঠেকায় কে’। কথাটির যথার্থতা পাওয়া গেলযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য, কোনো গুপ্তধন, লটারি বা বৃহৎ‍ প্রতিযোগিতার পুরস্কার নয়।  ভাগ্যের জোরে ওই লোক কাকতালীয় ভাবে বনে গেছেন কোটিপতি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুন। গত সপ্তাহে হঠাৎ দেখলেন তার ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা হয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন বড়দিন উপলক্ষে হয়তো উপহার পেয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর অর্থের পরিমাণ দেখে সেই ভুল ভাঙে তার।

রুথ বালুনের ব্যাংক অ্যাকউন্টে জমা হয়েছিল প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান। অ্যাকাউন্টে এত টাকা দেখে তিনি গোটা ঘটনাটা তার স্বামীকে জানান। পরদিন রুথ বালুনের স্বামী লিগ্যেসি টেক্সাস নামের ব্যাংকটিতে ফোন করেন তাদেরকে ঘটনার কথা জানান।

রুথের স্বামীর কাছে ঘটনার বিস্তারিত শোনার পর ব্যাংকের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ম্যানুয়াল এন্ট্রি করতে ভুল হওয়াতেই বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়েছে। বিষয়টি সম্পর্কে তারা অবগত ছিলেন না।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রুথ বালুন যদি ভুল না ধরতেন তাহলেও আমাদের হিসাবে বিষয়টা পরে ধরা পড়ত। ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি ব্যাংককে অবহিত করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

আরও খবরঃ বিশ্ব অর্থনীতি  ও বাংলাদেশের মন্দা অর্থনীতি,

Tag: world breaking news, world news breaking

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Back to top button