তানিয়া-বাপ্পার ঘরে নতুন অতিথি
জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। বাবা হয়েছেন বাপ্পা মজুমদার।
কিছুদিন আগেই কাছের বন্ধুদের নিয়ে ঘটা করে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান পালন করেন বাপ্পা মজুমদার ও তার সহধর্মিণী তানিয়া হোসেন। কন্যা সন্তান আসছে তাদের পরিবারে – সেটি তখনই সবাই জানতে পেরেছিলেন।
সেই কন্যা সন্তান চলে এলো তাদের ঘরে বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন তানিয়া হোসাইন। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বাপ্পা নিজেই।
এদিকে জন্মের আগে থেকেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাপ্পা-তানিয়া দম্পতি। পারিবারিকভাবে মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। তবে বাপ্পা মজুমদারের বন্ধুরা তার বিখ্যাত পরী গানের জন্য মেয়ের নাম রেখেছেন পরী।
সুসংবাদটি জানিয়ে বাপ্পা মজুমদার তার ফেসবুকে অ্যাকাউন্টে লেখেন, আপনাদের সবার আশীর্বাদে আমরা বাবা-মা হয়েছি। মা ও কন্যা দু’জনেই ভালো আছে।
এই তারকা দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। জন্মের আগেই তারা নামটি ঠিক করে রেখেছিলেন বলে জানা যায়।
২০১৮ সালের ১৬ মে পারিবারিকভাবে বাপ্পা-তানিয়ার বিয়ে হয়। একই বছর জুনে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এর আগে ২০১৮ সালের ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন।
আরও সংবাদ দেখতেঃ বিনোদন ,ও বাপ্পা মজুমদার
Tag: Bd Showbiz News Today, Today Showbiz News Bd