ঢাবি ছাত্রলীগঃ রাজনীতি ছাড়ছেন কর্মীরা, হতাশায় হলের পদপ্রত্যাশীরা
বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এই শাখা থেকেই মূলত উঠে আসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। আর ঢাবি শাখার মূল শক্তি হিসেবে বিবেচিত আবাসিক হলের নেতাকর্মীরা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই উঠে আসেন এখান থেকে।
তবে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের তিন বছর হয়ে গেলেও ঢাবির হল কমিটি ঘোষিত হয়নি। এতে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথ অনেকটাই থেমে গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনীতি করে আসা নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে চাকরির পড়াশোনা শুরু করেছেন। সাংগঠনিক গতিশীলতা না থাকায় মেধাবী কর্মী হারাচ্ছে ছাত্রলীগ। আর দীর্ঘদিন কমিটি না হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারসহ অনিশ্চয়তায় পড়েছে হল শাখার পদপ্রত্যাশীদের ভবিষ্যৎ।
আগের কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৮ সালে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের আগে কমিটি থাকাকালে ঢাবিতে ছাত্রলীগের হল, অনুষদ, বিভাগ ও ইনিস্টিটিউট শাখা মিলিয়ে প্রায় ছয় হাজার পদধারী নেতা ছিলেন। সম্মেলনের পর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি মিলিয়ে সে সংখ্যা কমে চারশতে দাঁড়ায়। বর্তমান কমিটির শুরুর দিকে হলগুলোতে পদপ্রত্যাশী তিন শতাধিক নেতাকর্মী থাকলেও বর্তমানে তা একশতে এসে ঠেকেছে।
রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকায় দ্বিতীয় শ্রেণির চাকরিতে যোগদান করেছেন ঢাবি ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা। অনেকে আবার বিয়ে করে সংসার শুরু করেছেন। নেতাদের দুরবস্থা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মীরাও ছাত্র রাজনীতিতে উৎসাহ হারিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যক্তিগত জীবন গোছানোর কাজে।
ঢাবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন ঢাবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। দেখা করে আসার পর হল শাখার পদপ্রত্যাশী অনুসারীদের নিয়ে পৃথক জায়গায় বসেন তারা।
সেখানে সভাপতি-সাধারণ সম্পাদক তাদের অনুসারীদের বলেন, হল কমিটি নিয়ে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। হল কমিটি হতেও পারে, নাও পারে। এটা নিয়ে ধৈর্য হারানো যাবে না। যাদের দীর্ঘদিন রাজনীতি করার পরিকল্পনা আছে তারা রাজনীতি করবেন, না থাকলে পড়াশোনা শুরু করতে পারেন। আর হল কমিটি নিয়ে কোনো কথা থাকলে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলতে পারেন।
এ সময় উপস্থিত হল শাখার পদপ্রত্যাশীরা কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য না করে চলে আসেন। পরে তাদের কয়েকজন সাংবাদিকদের কাছে অনিশ্চিত ভবিষ্যৎ ও পণ্ডশ্রমের কথা ব্যক্ত করেন।
পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, পদ দেয়ার আশ্বাসে বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শাখার নেতাদের দীর্ঘদিন ধরে তারা প্রটোকল দিয়ে আসছেন। কিন্তু তাদের কোনো দায়িত্ব নিচ্ছেন না বা খরচ বহন করছেন না। অন্যদিকে কমিটি দেয়া হবে বলে বিভিন্ন সময় মুখরোচক আশ্বাস দিয়ে আসছেন।
আর কমিটি হলেও যে প্রত্যাশীরা পদ পাবেন, তারও নিশ্চয়তা নেই। এখন তারা না পারছেন রাজনীতি করতে, না পারছেন ঢাকা শহরে ভাড়া বাসায় থেকে নিজের খরচ চালাতে, আবার না পারছেন কর্মীদের খোঁজ নিতে। ফলে কর্মীরা তাদের থেকে দূরে সরে যাচ্ছেন।
ঢাবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, করোনা রোধে লকডাউনের সময়ও পদপ্রত্যাশী নেতাদের কোনো খোঁজ নেয়নি কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব। বিভিন্ন জায়গায় থাকা ছাত্রলীগের কর্মীদেরও খোঁজ নিতে পারেননি পদপ্রত্যাশীরা। ফলে ক্রমেই রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন কর্মীরা।
এ কারণে ছাত্রলীগের কোনো কর্মসূচিতে ঢাবি শাখার কর্মীদের উল্লেখযোগ্য যোগদান চোখে পড়েনি। বিশ্ববিদ্যালয় বন্ধের আগ পর্যন্ত যেখানে ছাত্রলীগের সকল কর্মসূচি ঢাবি শাখার নেতাকর্মীরা বাস্তবায়ন করতেন, এখন সে কর্মসূচি বাস্তবায়ন করতে বিভিন্ন জায়গা থেকে বাস ভাড়া করে অন্য শাখা-ইউনিটের কর্মীদের আনতে হচ্ছে।
আর মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাত্র না হওয়ায় এবং রাজনৈতিক শৃঙ্খলা না থাকায় ছাত্রলীগের অভ্যন্তরে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে গেছে সম্প্রতি। এরকমই একটি সংঘর্ষে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সামনে বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের অনুসারীদের হামলায় আহত হয়েছেন। গত ১৯ মার্চ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।
হল কমিটির বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পদপ্রত্যাশী নেতা বলেন, ‘হল কমিটি দেবে দেবে বলে আমাদের আশ্বাস দিয়ে তিন বছর কাটিয়ে দিয়েছে। অথচ তারা নেতা বানাবে কি-না সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি।
এতদিন পরে এসে আমাদের বলছে, যারা রাজনীতি ফুলটাইম রাজনীতি করবা তারা অপেক্ষা করতে পারো, আর যারা করবা না তারা পড়াশোনা করো। এখন আমাদের যদি ফুলটাইম রাজনীতি করার ইচ্ছা না থাকতো তাহলে কি আমরা এতদিন মাঠে থাকতাম? হল সভাপতি-সাধারণ সম্পাদক হলে তো আর জীবনের সব পূরণ হয়ে যায় না! এটা রাজনীতির শুরু।’
স্যার এ এফ রহমান হলের পদপ্রত্যাশী রাহিম সরকার বলেন, ‘দীর্ঘ সময় পদপ্রত্যাশী হয়ে একটা হতাশার মধ্যে আছি। যারা নেতা হবে তারা তো হবেই। কিন্তু যারা নেতা না হবে তাদের জীবন আসলে কোন দিকে যাবে? জুনিয়র কর্মী যারা আছে তারাও হতাশ। বলতে গেলে হলে যারা রাজনীতি করে তারা সবাই হতাশ।
আর হল কমিটি না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে যারা রাজনীতি করতো বা নতুন কর্মী তৈরি হতো, সেটাও হচ্ছে না। সবমিলিয়ে ভবিষ্যতে ছাত্রলীগের রাজনীতিতে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। আর এর ভুক্তভোগী হবো আমরা।’
২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি হন বরিকুল ইসলাম বাঁধন। তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন। হল কমিটি নিয়ে বাঁধন বলেন, ‘দায় আছে দায়িত্ব নেই। দায়িত্ব কাগজে আছে।
কিন্তু আমরা এ দায়িত্ব পালন করতে চাই না। আমাদের যারা নবীন ছাত্রলীগ কর্মী আছেন, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। সম্ভব হলে সেটা আজ বা কালই তুলে দিতে চাই। আশা করবো, বর্তমান নেতারা খুব শিগগিরই এ দায়িত্ব তুলে দেয়ার ব্যবস্থা করবেন।’
কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান বলেন, ‘হল কমিটি থেকে ছাত্রলীগের নেতৃত্ব উঠে আসে। তিন বছর ধরে হল কমিটি না হওয়ায় একটি গ্যাপ (শূন্যতা) তৈরি হয়েছে। একটা হলে ১৫-২০ জন পদপ্রত্যাশী থাকেন। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদক হন দুজন।
যদি কমিটি দ্রুত হয়ে যেত, তাহলে যারা পদ পেতেন, তারা নেতৃত্ব গুছিয়ে নিতে পারতেন। আর যারা পদ পাবেন না, তারাও অন্য কোনো দিকে ক্যারিয়ার করার চেষ্টা করতে পারতেন। এখন দেরিতে হল কমিটি হওয়ায় কোনো দিকেই কিছু করতে পারছেন না কেউ।
বিভিন্ন হলে যারা পদপ্রত্যাশী আছেন, তারা এখন ঢাকাতেই অবস্থান করছেন। আমার মনে হয়, সবার সদিচ্ছা থাকলে এখনই হল কমিটি করে দিতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের (মেয়াদোত্তীর্ণ কমিটি) সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরা কমিটি করতে পারবো না। আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কমিটি করতে বলেছেন। হল খোলার পর দ্রুত কমিটি করতে পারি।’
মেয়াদ থাকাকালে হল কমিটি কেন করতে পারেননি, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন করতে পারিনি সেটা বলতে পারবো না। অনেক কারণে আমরা করতে পারিনি। এখন আমরা যত দ্রুত সম্ভব হল কমিটি করে দেব।
হল কমিটি নিয়ে পদপ্রত্যাশীদের হতাশার বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের (মেয়াদোত্তীর্ণ কমিটি) সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আমাদের কর্মীদের সব সময়ই পড়াশোনার কথা বলি। সবার সঙ্গে যোগোযোগ রাখতে বলি। নেতা হিসেবে আমি আমার কর্মীদের সবচেয়ে ভালো উপদেশেগুলো দেই।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় আমাদের মধ্যে খারাপ লাগা রয়েছে। আমাদের নেতাকর্মীদের মধ্যেও হতাশা রয়েছে, এটা স্বাভাবিক। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের, তথা ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।
দীর্ঘদিন ধরে করোনা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আবাসিক হল বন্ধ। যেহেতু এর মধ্যে সময় অতিবাহিত হচ্ছে এবং আমরাও যথেষ্ট সময় ধরে দায়িত্বে আছি, এ পরিস্থিতিতেও সম্মেলন করা সম্ভব কি-না, সীমিত পরিসরে কেন্দ্রীয় পার্টি অফিসে সম্মেলন করা যায় কি-না, সে বিষয়ে প্রচেষ্টা চালিয়েছি।
কয়েক দিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের অবহিত করেছি। ক্যাম্পাস খুলে গেলে সঙ্গে সঙ্গে কমিটি গঠন করা যেত। এখনো আমরা চেষ্টা চালাচ্ছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি সময়সাপেক্ষ, সেহেতু সীমিত পরিসরে সম্মেলন করে হোক বা ভিন্ন উপায়ে কমিটি গঠন করা যায় কি-না, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন দায়িত্বশীল নেতাদের কাছে অনুমতি চেয়েছি।’
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমরা ছাত্রলীগের দায়িত্ব পেয়েছি। এখন আমাদের দায়িত্ব সংগঠনে কর্মী বাড়ানো। একজন কর্মীও যদি বাড়ানো যায় সেটা আমাদের সফলতা।
কিন্তু সংগঠনের কোনো নেতার বক্তব্যে যদি আমাদের সংগঠনের কোনো কর্মী কারো কথায় রাজনীতি ছেড়ে দেয়, তাহলে সেটা ওই নেতার ব্যর্থতা এবং সংগঠনবিরোধী কাজ। হলে সব প্রার্থীর নেতা হওয়ার সুযোগ নেই। তবে যারা রাজনীতি করেছে কিন্তু পদ পায়নি, আমরা তাদের দায়িত্ব নেব। এটা আমাদের দায়িত্ব।’
হল কমিটির বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি হবে। আমরাও দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি দিয়ে দিতে চাই।’
সূত্রঃ জাগোনিউজ