রোনালদোর আরও গোল, আরও রেকর্ড
ক্রিস্টিয়ানো রোনালদো যেন প্রতিনিয়ত এটাই মনে করিয়ে দিচ্ছেন এখনো যায়নি সময়। ৩৬ বছর বয়স হয়ে গেছে। কিন্তু এখনো যেখানেই যে দলে খেলেন, তিনিই সেখানে সেই দলের সেরা ফুটবলার! গোলের পর গোল করে বুঝিয়ে দিচ্ছেন, বয়স খানিকটা হয়েছে, তবে তিনি এখনো ফুরিয়ে যাননি, এখনো তাঁর সময় শেষ হয়ে যায়নি।
আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর। আজ দলের প্রয়োজনে আবার জ্বলে উঠেছেন রোনালদো। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে তুলেছেন এবারের ইউরোর শেষ ষোলোয়। পর্তুগাল অধিনায়কের ল এই জোড়া গোলে কিছু ব্যক্তিগত অর্জনও হয়েছে। পেনাল্টি থেকে করা দুটি গোলে তিনি ছুঁয়ে ফেলেছেন ইরানের কিংবদন্তি আলী দাইয়ির একটি রেকর্ড। ১০৯ গোল নিয়ে যৌথভাবে তিনি দাইয়ির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
সবচেয়ে বেশি গোলের মালিক এখন রোনালদো বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে। আরেকটি রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন রোনলালদোর একার। ১৯ গোল নিয়ে এই রেকর্ডটি এত দিন ছিল ক্লোসার। বিশ্বকাপে ১৬ গোল করার পাশাপাশি ইউরোতে ৩টি গোল করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার। আজকের জোড়া গোলে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোল হয়ে গেছে ২১টি। ইউরোতে ১৪ গোলের পাশাপাশি বিশ্বকাপে রােনালদোর গোল ৭টি।
এবারের ইউরোতে প্রথম ম্যাচটি খেলতে নেমেই অবশ্য একটি রেকর্ড নিজের করে নিয়েছিলেন রোনালদো। সবচেয়ে বেশি ৫ বার ইউরো খেলা ফুটবলার এখন তিনিই।