আন্তর্জাতিক

বাংলাদেশের সিদ্দিকুরের মতোই অবস্থা ভারতের মিনহাজের

তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের কথা মনে আছে তো? ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারান তিনি।

বাংলাদেশের সিদ্দিকুর রহমানের মতোই অবস্থা হয়েছে ভারতের শিক্ষার্থী মো. মিনহাজ উদ্দিনের। পুলিশের বেধড়ক লাঠির আঘাত কেড়ে নিতে বসেছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বাঁ চোখের দৃষ্টিশক্তি।

গত ০৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়।

শুরু থেকেই বিতর্কিত এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে দিল্লির জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জামিয়া মিলিয়ার ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় পুলিশ মিনহাজের চোখে লাঠি দিয়ে আঘাত করে। আর সেই আঘাত কেড়ে নিতে বসেছে মিনহাজের দৃষ্টিশক্তি। খবর ‘আনন্দবাজার পত্রিকা’।

মিনহাজের বন্ধুদের দাবি, এলএলএম পাঠ্যক্রমের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজ বরাবরই শান্তশিষ্ট। সেদিনও তিনি মিছিলের আশেপাশে ছিলেন না। পড়ছিলেন লাইব্রেরির দোতলার রিডিং রুমে। পুলিশ আসছে শুনেও নাকি পালানোর চেষ্টা করেননি। বরং বন্ধুদের বলেছিলেন, ‘আমাদের কী হবে? আমরা তো এখানে পড়ছি।’

তবে ছাড় পাননি মিনহাজ। টিয়ার শেল এসে পড়ার পর ঢুকে পড়েছিলেন বাথরুমে। ততক্ষণে পুলিশের লাঠির ঘা পড়ে তার চোখে। অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেখানেই। এখন তার বাঁ চোখে ব্যান্ডেজ। ভেঙেছে বাঁ হাতের দুই আঙুলও।

রিপোর্ট দেখে এক চক্ষু বিশেষজ্ঞ বলেছেন, আঘাতে মিনহাজের চোখের কর্ণিয়া মাঝ বরাবর ফেটে গেছে। চোখের স্বাভাবিক লেন্স সামনের দিকে বেরিয়ে এসেছে। রক্ত জমাট বেঁধে আছে চোখের পেছনেও। প্রাথমিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে কর্ণিয়া মেরামতের চেষ্টা হয়েছে। বাদ দেওয়া হয়েছে লেন্স। কিন্তু দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা নিতান্তই ক্ষীণ।

 

আরও জানুনঃ চলমান রাজনীতি  ও ভারতে মুসলিম বিরোধী’ আইন নিয়ে কেন এতো উত্তেজনা?

Tag: Bangla News Paper Bangladesh, Bangladesh Bangla News Paper

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Back to top button