Lead Newsরাজনীতি

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

আজ থেকে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের দুদিনের ২১তম জাতীয় সম্মেলন। শুক্রবার বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজের দলে শুদ্ধি অভিযান চালানো হবে, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে দলটির পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন পর্যন্ত জেলা ইউনিটের ৫০ শতাংশ সম্মেলন পরিচালনা করতে পেরেছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত শহর ও জেলা পর্যায়সহ ৩০টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সরকারি পদ পাওয়া সিনিয়র নেতাদের দলের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানা গেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকা উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায়, ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই বিভিন্ন শাখার সম্মেলন প্রায় সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক কাদের। এর ফলে পদের জন্য প্রতিযোগিতা বেড়েছে বলেও জানান তিনি।

পুনর্গঠিত আওয়ামী লীগ এখন আরো শক্তিশালী এবং সুসংহত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের

আরও খবর জানতেঃ ক্যারিয়ার  ও  শেখ হাসিনা 

Tag: News breaking on bd, Breaking news on bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top button