Lead Newsকরোনাভাইরাস
টিকা দেয়া হবে রোহিঙ্গাদের
রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, যেসব রোহিঙ্গাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের দিয়ে টিকাদান শুরু করা হবে।স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাদের বয়স ৫৫ বছর বা তার বেশি তাদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে বয়স কমিয়ে দেওয়া হবে।
তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনো সাড়া না পাওয়ায় আমাদের নিজস্ব মজুদ থেকে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।