Lead Newsআন্তর্জাতিক

প্রাদেশিক রাজধানী লস্কর গাহ দখলে মরিয়া তালেবান

২০১৬ সালের পর প্রথম প্রাদেশিক রাজধানী লস্কর গাহ তালেবানের দখলে যেতে পারে বলে শঙ্কা জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর অব্যাহত বিমান হামলা সত্ত্বেও শহরের বড় অংশ দখলে তালেবান অনেকটা এগিয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখলে অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া আফগান বাহিনীও। দুই পক্ষের সংঘর্ষ চরমে পৌঁছেছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, লস্কর গাহ ২০১৬ সালের পর প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে তালেবানের দখলে যেতে পারে বলে শঙ্কা জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর অব্যাহত বিমান হামলা সত্ত্বেও শহরের বড় অংশ দখলে তালেবান অনেকটা এগিয়েছে।

লস্কর গাহ, কান্দাহার ও হেরাতের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।আফগানিস্তানে আন্তর্জাতিক জোটের ২০ বছর অবস্থানকালে হেলমান্দ প্রদেশ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটির কেন্দ্র। হেলমান্দ তালেবানের দখলে গেলে তা হবে আফগান সরকারের জন্য বড় ধাক্কা।

তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমেছে হাজারো সেনা। লস্কর গাহ তালেবানের দখলে গেলে ‘বিশ্ব নিরাপত্তায় বিপর্যয় নেমে আসবে’ বলে সতর্ক করেছেন আফগান সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সামি সাদাত। তিনি বলেন, ‘এ লড়াই শুধু আফগানিস্তানের নয়। এটা স্বাধীনতা ও একচ্ছত্র আধিপত্যবাদের মধ্যকার লড়াই।’

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শুরু থেকে কয়েক মাসে দেশটির বড় অংশ দখল করে নিয়েছে তালেবান। তারা চেষ্টা করছে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার।
তালেবান হেলমান্দের একটি টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় সোমবার জানায়, প্রদেশটির ১১টি রেডিও ও চারটি টেলিভিশন নেটওয়ার্ক থেকে সম্প্রচার বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে তালেবানের ‘হামলা ও হুমকির’ কথা বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =

Back to top button