Lead Newsআন্তর্জাতিক

আফগান-পাকিস্তান সীমান্ত খোলা রাখার আহবান 

মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমাগত বেড়ে চলছে। ফলে জীবন বাঁচাতে পাকিস্তান সীমান্তে জড়ো হচ্ছেন আফগান শরণার্থীরা। এমন পরিস্থিতিতে শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, “যুক্তরাষ্ট্র চায় আফগান শরণার্থীদের জন্য পাকিস্তান যেন তাদের সীমান্ত খোলা রাখে’।

আফগানিস্তানের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শরণার্থী ভর্তি কর্মসূচিতে সাংবাদিকদের ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “সীমান্ত খোলা রাখা পাকিস্তানের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

পাকিস্তান ১৯৭৯ সাল থেকেই কয়েক মিলিয়ন আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এদের মধ্যে বর্তমানে অন্তত স্থানীভাবে বসবাস করছে তিন মিলিয়নের বেশি আফগান শরনার্থী।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আরও আফগান শরণার্থী আশ্রয় দেওয়ার মতো পাকিস্তানের অর্থনীতি অতটা শক্তিশালী নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =

Back to top button