Lead Newsআন্তর্জাতিক

আফগান-তালেবান যুদ্ধে তিনদিনে ২৭ শিশু নিহত

আফগানিস্তানের ২৭ শিশু নিহতের ঘটনা ঘটেছে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া এ তিন প্রদেশে। এ তিনদিনের মধ্যে আরও ১৩৬ জনের মতো শিশু ওই অঞ্চলে আহত হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে তালেবান ও সরকারি বাহিনীর লড়াইয়ে আফগানিস্তানে তিন দিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে। শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে হতবাক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মার্কিন সেনা প্রত্যাহারের মুখে সর্বশেষ কয়েক মাসে আফগানিস্তান জুড়ে তালেবানদের নিয়ন্ত্রণ বেড়ে চলেছে। গত শুক্রবার থেকে এ সময়ের মধ্যে দখল করে নিয়েছে ছয়টি প্রাদেশিক রাজধানী। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে দেশটিতে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, শিশুদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছে।

সড়কের পাশে রাখা বোমা ও ক্রসফায়ারের মুখে পড়ে নিহত হচ্ছে আফগান শিশুরা। এমনকি বাড়িতেও শার্পনেলের আঘাতে শিশুরা প্রাণ হারাচ্ছে। যুদ্ধরত সকল পক্ষকেই শিশুদের বাঁচানোর জন্য এগিয়ে আসতে বলেছে ইউনিসেফ।

আগস্টে শেষ দিকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছেড়ে যাবে মার্কিন বাহিনী। গত মে মাসে সেনা প্রত্যাহার শুরু হতেই হামলার গতি বাড়িয়ে দেয় তালেবানরা। বর্তমানে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তাদের দখলে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =

Back to top button