প্রতিবেশী হলেও আন্তর্জাতিক মহলে বৈরী হিসেবেই পরিচিত ভারত ও পাকিস্তান। অনুমিতভাবেই বৈরিতার প্রভাব পড়েছে দেশ দুটির ক্রীড়াঙ্গনেও। তবে এবার সেই দূরত্ব কমতে চলেছে। এক যুগ পর যে কোনো ভারতীয় ক্রীড়া দল পাকিস্তান সফর করতে চলেছে। ৫৫ বছর পর ডেভিস কাপ টেনিস খেলতে পাকিস্তান যাচ্ছে ভারতীয় দলটি।
অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের মহাসচিব হিরন্ময় চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশ্ব আসর বলেই অনেকটা বাধ্য হয়ে পাকিস্তান সফর করছে ভারত।
তাছাড়া সরকার থেকেও কোন বাধা বা খেলোয়াড়রাও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেনি বলে দাবি ভারত টেনিস অ্যাসোসিয়েশনের। সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা।