খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে তদন্ত সাপেক্ষ প্রকৃত ঘটনা উদঘটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিদ্যমান। তাই কোন গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।