এমন কিছু হবে আঁচ করা যাচ্ছিল। চতুর্থ দিন শেষেও যখন বলা যাচ্ছিল না কোন দলের দিকে জয়ের পেন্ডুলাম তখন লর্ডস টেস্ট যে শেষ হতে চলেছে আরেকটি ক্ল্যাসিক উপহার দিয়ে সেটার আভাস পান ক্রিকেটপ্রেমিরা।
তাদের নিরাশ করেনি ইংল্যান্ড ও ভারত। লর্ডসের পঞ্চম দিন টেস্ট ক্রিকেটের উত্তেজনা ছড়িয়ে ক্ষণে ক্ষণে রঙ বদলালো ম্যাচ। পেইসারদের তাণ্ডবে ম্যাচের পেন্ডুলাম নাগালে পায় ভারত। ছিনিয়ে নেয় অবিস্মরণীয় এক জয়
দিনের শুরুতে লিড বড় করে সফরকারী দল। ৬ উইকেটে ১৮০ রান নিয়ে শুরু করে লাঞ্চের মিনিট দশেক পর ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ২৯৮ রানে।
এই পর্যন্ত আসার পেছনে কৃতিত্ব ভারতীয় পেইসারদের। মোহাম্মদ শামি প্রথম ইনিংসে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭০ বলে খেললেন ৫৬ রানের অপরাজিত ইনিংস।সঙ্গে জাসপ্রিত বুমরাহর মহামূল্যবান ৩৪*। সবমিলিয়ে ইংল্যান্ডের সামনে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য দাঁঁড়াল ২৭২ রানের।
ব্যাট করতে নেমে বুমরাহর সঙ্গে ইশান্ত শর্মা মিলে নাভিশ্বাস উঠিয়ে দেন স্বাগতিক ব্যাটসম্যানদের। একের পর এক আক্রমণে চোখের পলকে ইংল্যান্ড ৫ উইকেটে ৬৭ রান। ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন দলের সেরা ব্যাটসম্যান ও সিরিজে ভারতীয় বোলারদের গলার কাঁটা জো রুট।
ভারতীয় সমর্থকেরা যখন জয়োল্লাসের প্রস্তুতিতে ব্যস্ত তখনই আরেকবার রঙ বদলালো টেস্ট ম্যাচ।
জস বাটলার উইকেটে গেড়ে বসার পণ করে রইলেন। মারমার কাটকাট ব্যাটিংয়ের জন্য খ্যাত এই হার্ডহিটারের ইনিংস পরিষ্কার বার্তা দিল ইংল্যান্ডের কৌশলের। মাটি কামড়ে সময় নষ্ট করবে তারা। জিততে না পারলেও ভারতকে ‘মেক্কাহ অফ ক্রিকেট’ থেকে জয় নিয়ে ফিরতে দেবে না।
একই কৌশলে খেললেন মইন আলি। আলির পর স্যাম কারেনকে আউট করে ভারত ইংল্যান্ডের স্কোরকে করে দেয় ৭ উইকেটে ৯০। পরের ১২ ওভার ৩ বল টিকে ইংলিশদের রক্ষণ বর্ম। ৫১ তম ওভারে ওলি রবিনসনকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন বুমরাহ। ম্যাচের তখনও বাকি ৯ ওভার।
পরের ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ সিরাজ ফেরান ইংল্যান্ডের শেষ ভরসা বাটলারকে। দুই বল পরই জিমি অ্যান্ডারসনকে আউট করে সফরকারী দলকে উল্লাসে মাতান এই পেইসার। ইংল্যান্ডকে ১২০ রানে গুটিয়ে ১৫১ রানের জয় পায় ভারত।
লর্ডসে মাত্র চতুর্থ জয় এটি তাদের। অভিজ্ঞ রভিচন্দ্রন আশউইনকে বসিয়ে চার পেইসার খেলানোর যে বাজিটা ধরেছিলেন অধিনায়ক কোহলি, সেটাই দিনশেষে বাজিমাত করল ইংল্যান্ডকে।
সিরাজ ৩২ রানে ৪টি ও বুমরাহ ৩৩ রানে ৩টি উইকেট পান। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন কেএল রাহুল। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজের ৩ ম্যাচ বাকি থাকতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ২৫ আগস্ট লিডসে শুরু সিরিজের তৃতীয় ম্যাচ।