Lead Newsআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে আটকে পড়া অর্থ ফেরত দিতে বললো তালেবান ‘সরকার’

যুক্তরাষ্ট্রে আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র বলেছেন, “আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়।” আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদে তালেবান এ মন্তব্য করেছে।

কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, “আমেরিকা ও আইএমএফের ঘোষণা অত্যন্ত অন্যায় ও অবিচারের শামিল কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন। আফগানিস্তানের জনগণের দাবি ও আশা-আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।”

গেলো বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছে, “তালেবানকে কোনো ধরনের আর্থিক সাহায্য করবে না আইএমএফ। এছাড়া, মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থাকা আফগানিস্তানের সব অর্থ জব্দ করা হয়েছে। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় আফগানিস্তানের ৯০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। এসব অর্থের বেশিরভাগই আমেরিকার হাতে রয়েছে।”

তালেবান মুখপাত্র সোহাইল শাহিন আরো বলেন, “আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আফগানিস্তানের জনগণ তীব্রভাবে অর্থের মুখাপেক্ষী। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাজেট প্রয়োজন।”

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =

Back to top button