অন্যান্যখেলাধুলা

ব্যক্তিগত বিমানে মাতৃভূমি আর্জেন্টিনায় মেসি

মৌসুমের প্রথম পর্ব শেষ করেছেন তিনি আলাভেসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে। সেই জয়ের সুখস্মৃতি নিয়েই বড়দিন পালন করতে যান বার্সেলোনার অধিনায়ক, আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে সাধারণত তিনি বড় দিন পালন করেন নিজের বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে।

এবারও তার ব্যতিক্রম হলো না। বড় দিন পালন করতে সতীর্থ লুইস সুয়ারেজকে নিয়ে এক সঙ্গেই বার্সেলোনা ছাড়েন মেসি। ব্যক্তিগত বিমানেই স্পেন থেকে আর্জেন্টিনায় গিয়ে পৌঁছান তিনি।

প্রথমে উরুগুয়ে গিয়ে সুয়ারেজকে নামিয়ে দেন। এরপর মেসি পৌঁছান নিজের দেশে। সার এয়ার রোজ নামে একটি সংস্থা তাদের টুইটার পেজে এই আপডেট জানিয়ে তিনদিন আগে লিখেছে, এইমাত্র লুইস সুয়ারেজ এবং এরপর লিওনেল মেসিকে পৌঁছে দিলাম। আমরা আরও ছবি, ভিডিও আপলোড করবো আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে।

২ জানুয়ারি পর্যন্ত নিজের দেশে ছুটি কাটাবেন মেসি। এরপর বার্সেলোনায় ফিরে এসে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার। বার্সার অন্য খেলোয়াড়দের চেয়ে তিনদিন বেশি ছুটি নিয়েছেন মেসি। বার্সা ফুটবলাররা মাঠে ফিরবে আরও ৩দিন আগে।

অন্য এক খবরে বলা হয়েছে, বছরের মতো এবারও বিভিন্ন খেলার দলগুলোর মধ্যে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তালিকায় তাদের চেয়ে পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ

 

গত বছরের মতো এবারও বিভিন্ন খেলার দলগুলোর মধ্যে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তালিকায় তাদের চেয়ে পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, মার্ক আন্দ্রে টের স্টেগেন, আতোয়াঁ গ্রিজমান, ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জিও বুসকেটস – তারায় ঠাসা বার্সেলোনা। প্রত্যেকটা তারকাকে দলে ধরে রাখার জন্য স্বাভাবিকভাবেই মোটা অঙ্কের বেতন দিতে হয় তাদের। ঠিক কত বেতন দেয় বার্সেলোনা? জানিয়েছে স্পোর্টিং ইন্টেলিজেন্স নামের এক সংস্থা। বেতনের দিক দিয়ে বার্সার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। যা বিশ্বের যেকোনো ফুটবল ক্লাবের চেয়ে বেশি। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়েও।

আরও খবর জানতেঃ  খেলাধুলাবড়দিনে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে

Tag: Today sports news, Sports news today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =

Back to top button