Lead Newsআন্তর্জাতিক
ইসরায়েলের কারাগার কেটে সুরঙ্গপথে ছয় ফিলিস্তিনির পলায়ন
ইসরাইলের হাই-সিকিউরিটি কারাগার থেকে সোমবার সুড়ঙ্গপথে পালিয়েছেন ছয় ফিলিস্তিনি বন্দি। ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, “পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলন এবং একজন ফাতাহ আন্দোলনের সদস্য।”
ইসরাইলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দি ছিলেন ওই ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে বের হয়ে গেছেন। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা।
পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবায়েদী।
সূত্রঃ মিডইস্ট আই