Lead Newsআন্তর্জাতিক
ক্লাসরুমে পর্দা টানিয়ে ক্লাস করছে আফগান শিক্ষার্থীরা
আফগানিস্তানে ক্লাসরুমে ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আলাদা রাখা হয়েছে ছেলে আর মেয়েদের বসার জায়গা।
বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পর্দা দিয়ে আড়াল তৈরি করা হয়েছে ক্লাসরুমে। কিছু জায়গায় ভিন্ন ক্লাসরুমে হয়েছে ছেলে-মেয়েদের বসার ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ছেলে-মেয়েদের চলাফেরায় দেয়া হয়েছে বিধিনিষেধ। কাবুল, কান্দাহার, হেরাতসহ দেশটির বড় বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে এ চিত্র।
গত সপ্তাহে এক বিবৃতিতে তালেবান ঘোষণা দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হলে আলাদা বসতে হবে ছেলে-মেয়েদের। সাম্প্রতিক তালেবান অগ্রযাত্রায় শুরু থেকেই নারীদের প্রতি উদার নীতি গ্রহণের কথা বলে আসছে গোষ্ঠীটি। তবুও কাটেনি আশঙ্কা। দেশটিতে নারীদের প্রতি আচরণকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে আন্তর্জাতিক মহল।