Lead Newsশিক্ষাঙ্গন

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারেঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যদি দেখি আমাদের দেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, তখন বন্ধ করার সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয়কে নিতেই হবে। আমরা পরামর্শ সেভাবেই দেবো। আমরা চাইব না যে, আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হোক।”

তিনি বলেন, “অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আমাদের দেশেও একই নীতি ফলো করবো। আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের লেখা শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বন্ধ করে দেব।”

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, “শিশুদের করোনা আক্রান্তের হার কম। ১২বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো আসেনি। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =

Back to top button