BreakingSportsফুটবল

প্রিমিয়ার লীগে রোনালদোর রাজসিক প্রত্যাবর্তনঃ ম্যান ইউ’এর সহজ জয়

 

কে বলবে তার বয়স ৩৬ পার হয়েছে! বল পায়ে সবুজ গালিচায় যেন এখনো ২১-এর তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের ছেলে আবারও ঘরে ফিরেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের দ্বিতীয় অভিষেক রাজকীয় ভাবে রাঙিয়েছেন রোনালদো।

নিজে করেছেন জোড়া গোল, এতে নিউক্যাসেলের বিপক্ষে ম্যানউইকে ৪-১ ব্যবধানে জিতিয়ে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট। এর থেকে ভালো প্রত্যাবর্তন আর কিই-বা হতে পারতো?

ম্যাচের আগে স্থানীয় সময় দুপুর থেকেই ম্যানচেস্টারের রাস্তায় সমর্থকদের ঢল নামে। কাতারে কাতারে সমর্থক জার্সি পরে ওল্ড ট্র্যাফোর্ডের দিকে রওনা হতে থাকেন। তাদের অধিকাংশর গায়ে ছিল রোনালদোর সাত নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম ভরে যায় দর্শকে। সে সব সমর্থকদের একেবারেই হতাশ হতে দেননি রোনালদো। দলকে জিতিয়ে ম্যানসিটিকে টপকে ম্যানইউকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুললেন তিনি।

নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় বার অভিষেক ম্যাচে খেলতে নেমেই জয় এনে দিলো রোনালদো। প্রথমার্ধেই রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েছে ইউনাইটেড।

৩৬ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সাড়া জাগিয়ে ইউনাইটেডে ফিরলেও কেরিয়ারের সায়াহ্নে এসে তিনি প্রিমিয়র লিগে কতটা প্রভাব ফেলতে পারবেন সেই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। পরিসংখ্যানের বিচারে অন্তত রোনালদো এখনই থামার কোন ইঙ্গিত দিচ্ছেন না।

বয়স যে তাঁর কাছে নেহাৎ-ই সংখ্যা।  কিন্তু তাতে তাঁর ছন্দে এতটুকু মরচে ধরেনি। বরং আরও অভিজ্ঞতা তাঁকে আরও উজ্জ্বল করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Back to top button