Lead Newsক্রিকেট

ওমরাহ করতে সৌদি যাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ ক্রিকেটার

ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত খেলেছে। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতল মাহমুদউল্লাহ বাহিনী।

কিউইদের ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। দেশের বাইরেও টাইগাররা নজরকাড়া পারফর্ম করেছে।

এমন সব দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।বিশ্বকাপ শুরু হতে এখনও ১ মাসের কিছু বেশি সময় বাকি।

নিউজিল্যান্ড সিরিজ শেষে বেশ কয়েকটা দিন ছুটি কাটাবে বাংলাদেশ দল। আর এই ছুটিটা ভালো কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ দলের ৭ ক্রিকেটার। ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন তারা।

এই ৭ ক্রিকেটারের মধ্যে অবশ্য পাঁচজন বিশ্বকাপ স্কোয়াডের। তারা হলেন – পেসার তাসকিন আহমেদ, উইকেটকিপার নুরুল হাসান সোহান, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, অলরাউন্ডার আফিফ হোসেন এবং ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

স্কোয়াডের বাইরের দুজন হলেন – স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গে যাবেন তাসকিনের বাবা আব্দুর রশিদ।

জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ওমরাহর উদ্দেশে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। এজন্য ৩০ দিনের ভিসা করালেও ২১ সেপ্টেম্বরই ফেরার টিকিট কেটেছেন তারা। ওমরাহ শেষে দেশে ফিরে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের দলের অনুশীলনে যোগ দেবেন তারা।

এদিকে জানা গেছে, বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে আগামী ৪ অক্টোবর ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =

Back to top button