Lead Newsপ্রকৃতি ও জলবায়ূ

বিকালে বৃষ্টির সম্ভাবনা, শীতের তীব্রতা বাড়বে

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৪ থেকে ৫ দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, কাল সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট খুব বেশি কমবে না। কারণ, সকাল থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, কাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়ে তিন থেকে পাঁচ দিন থাকতে পারে। তারপর শীতের স্বাভাবিক আবহাওয়া শুরু হতে পারে।

রাজধানীসহ বিভিন্ন বিভাগে হালকা ও ভারি বৃষ্টিপাত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৮টায় মুষলধারে বৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেও গভীর রাত পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। আকস্মিক বৃষ্টিতে চরম বিড়ম্বনার শিকার হয় জনসাধারণ। বিশেষ করে গতকাল সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন মারাত্মক দুর্ভোগে।

অনেকে যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পারেননি। টানা ১০ দিন ধরে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন খুলনা শিশু হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত অনেক শিশুকে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বয়স্করাও ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড  শীতে চরম দুর্ভোগে রয়েছে রাজবাড়ীর পদ্মা নদী ভাঙনকবলিত মানুষ। অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে। শীতের মধ্যে গৃহপালিত গবাদি পশু নিয়েও বিপাকে রয়েছে সাধারণ মানুষ। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, তাঁর জেলার পাঁচ উপজেলায় ২৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

আরও খবর পেতেঃ  কৃষি ও জলবায়ু এবং এই শীতে ত্বকের যত্ন

Tag: Weather news Bd, Bd weather news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =

Back to top button