বিচিত্র

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন কুমিল্লার লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা। বুধবার নিজ গ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাশের চণ্ডীপুর গ্রামে বিয়ে করেন তিনি।

গতকাল বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরালয়ে রওনা হন নাছির। সেখানে পৌঁছে মাত্র এক ঘণ্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরে আসেন পিত্রালয়ে। বিয়েতে অন্তত ৩০০ বরযাত্রী উপস্থিত ছিলেন।

এদিকে, হেলিকপ্টারে চড়ে ছাত্রলীগ নেতার বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার।’

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে নাছির উদ্দিন মির্জা পাশের বরুড়া উপজেলার চণ্ডীপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে জান্নাতুল মাওয়া প্রিয়াকে বিয়ে করেন। দুতিয়াপুর থেকে চণ্ডীপুরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু সামান্য এ পথ পাড়ি দিতেই বর নাছির উদ্দিন মির্জা ভাড়া করে এনেছেন হেলিকপ্টার।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। মাত্র এক ঘণ্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তাঁর মা ও ভাইকে নিয়ে হেলিকপ্টারে করে কনের বাড়িতে গেছেন। আমরা মাইক্রোবাস আর বাইকে করে গেছি। বৃহস্পতিবার বৌ-ভাত অনুষ্ঠিত হবে। বিয়েতে উকিল হয়েছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।’

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ বলেন, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি, ফেসবুকেও দেখেছি। তাঁর সামর্থ্য ছিল, যার কারণে সে স্বপ্নপূরণ করতে পেরেছে।’

আরও জানুনঃ হাস্যরস কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

Tag: Today bd news update, Bd news update today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + two =

Back to top button