Lead Newsতথ্যপ্রযুক্তি

ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকার হিসেব জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পে

WhatsApp Pay Bank Account Balance Checking: ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা এবার আপনাকে জানিয়ে দেবে দেশে খুব সম্প্রতি লঞ্চ হওয়া হোয়াটসঅ্যাপ পে। এই পেমেন্ট সার্ভিস ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালান্স কী ভাবে চেক করবেন, জেনে নিন।

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সার্ভিস WhatsApp। সম্প্রতি, ভারতে পেমেন্ট সার্ভিস নিয়ে হাজির হয়েছে এই অ্যাপ। এখন UPI পদ্ধতিতে WhatsApp Pay-এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনি। Google Pay ও PhonePe-এর মতোই হোয়াটসঅ্যাপেও একই পদ্ধতিতে পেমেন্ট হয়।

এখনও নিজের ফোনে WhatsApp Pay সেট আপ না করে থাকলে, WhatsApp-এর সেটিংস থেকে তা করতে পারবেন। তার জন্য ব্যাঙ্কের যে নম্বর আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই নম্বর থেকেই WhatsApp ব্যবহার করতে হবে। সব শেষে UPI-এর পিন সেট করে WhatsApp Pay ব্যবহার শুরু করতে পারবেন।

একবার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট WhatsApp Pay-এর সঙ্গে সেট আপ করা হয়ে গেলে আপনি দুটি উপায়ে সেখান থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন।

Settings থেকে ব্যালান্স দেখার উপায় –
* WhatsApp ওপেন করুন।
* iOS গ্রাহকরা স্ক্রিনের নীচে Settings বাটন সিলেক্ট করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকরা স্ক্রিনের ডান দিকে উপরে থ্রি ডটি মেনু থেকে Settings ওপেন করুন।
* Payments সিলেক্ট করুন।
* পেমেন্ট মেথডের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে UPI পিন দিন।
* সঠিক পিন দিলে ডিসপ্লের উপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স দেখিয়ে দেবে।

WhatsApp স্টেটাস শেয়ার করেই এবার কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করুন! জানুন পদ্ধতি
টাকা পাঠানোর সময় ব্যালেন্স জানার উপায় –
WhatsApp Pay-এর মাধ্যমে টাকা পাঠানোর সময়ও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন। জেনে নিন পদ্ধতি –
* পেমেন্ট মেসেজ স্ক্রিনে available payment method অপশন সিলেক্ট করুন।
* WhatsApp Pay-এর সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বাছাই করুন।
* এবার View Account Balance অপশন সিলেক্ট করুন।
* এর পরে UPI পিন দিয়ে নিজের অ্যাকাউন্ট ব্যালান্স দেখে নিন।

WhatsApp-এ অগুনতি চ্যাটের ভিড়ে দরকারি মেসেজটি খুঁজবেন কী ভাবে? সহজ উপায় জেনে নিন…
এছাড়াও, কিছু ব্যাঙ্ক বিনামূল্যে WhatsApp-এর মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্কিং সার্ভিস দেয়। এই ধরনের চ্যাটবট ব্যাবহার করেও WhatsApp থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালান্স দেখে নিতে পারবেন। নিজের ব্যাঙ্কের চ্যাটবট নম্বর জানার জন্য নিকটবর্তী ব্রাঞ্চে অথবা কাস্টোমার কেয়ারে যোগাযোগ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 8 =

Back to top button