Lead Newsধর্ম ও জীবন

২০৭০ সালে ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মঃ পিউ রিসার্চ

 

আগামী ২০৭০ সালে অনুসারীর সংখ্যার দিক থেকে বিশ্বের অন্য সব ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম ধর্ম৷ তার মানে, এখন থেকে ৫৩ বছর পর বিশ্বে সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান৷ এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের হিসাব অনুসারে গোটা বিশ্বে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল মোট ২১৭ কোটি। অনুসারীর সংখ্যার দিক থেকে এর পরই ছিল ইসলাম ধর্ম। ওই সময় বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী ছিল মোট ১৬০ কোটি৷ তবে আগামী ৫ দশক পর খ্রিস্ট ধর্মাবলম্বীদের পেছনে ফেলে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি হবে মুসলমানরা৷

কিন্তু কেন এত দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়বে? পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে, এর প্রধান কারণ হলো সারা বিশ্বে মুসলমানদের জন্মহার বেশি। এ কারণেই মূলত সংখ্যার দৃষ্টিকোণ থেকে সব ধর্মকে পেছনে ফেলবে ইসলাম। বর্তমানে মুসলমানদের মধ্যে জন্মহার ৩ দশমিক ১ শতাংশ। অপরদিকে, খ্রিস্টানদের জন্মহার ২ দশমিক ৭ শতাংশ৷

পিউ রিসার্চ সেন্টারের ওই গবেষণার বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তরুণ অনুসারীর দিকে থেকে অন্য সব ধর্মের তুলনায় এগিয়ে রয়েছে ইসলাম ধর্ম। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ১৫ বছরের নিচে৷ আবার ইসলাম ধর্মের ৩৪ শতাংশ অনুসারীর বয়স ১৫ বছরের কম৷ অর্থাৎ আগামী দিনগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় ইসলাম ধর্মের অনুসারীদের সন্তান জন্ম দেয়ার সুযোগ বেশি থাকবে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিখ্যাত এই গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী নাস্তিকের (অবিশ্বাসী) সংখ্যাও অনেক কমে যাবে৷ বর্তমান সময়ে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৪ শতাংশ নাস্তিক রয়েছে। আগামী ২০৫০ সালে তা কমে দাঁড়াবে ১৩ দশমিক ২ শতাংশ৷

জার্মানি-ভিত্তিক সংবাদ মাধ্যমটি পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের বরাত দিয়ে আরও জানিয়েছে, ২০১০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত সময়ে গোটা বিশ্বে ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে খ্রিস্ট ধর্মের অনুসারী। তবে একই সময়ে ইসলাম ধর্মের অনুসারী বাড়বে ৭৩ শতাংশ৷ সুতরাং স্বাভাবিক কারণেই এক সময় সংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে যাবে ইসলাম অনুসারীরা৷ সেই পরিসংখ্যানেই আগামী ২০৭০ নাগাদ বিশ্বে সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়াবে ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =

Back to top button