রাশিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে পুতিনের দল
রাশিয়ার নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ইউনাইটেড রাশিয়া পার্টি। তিনদিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দীদের চেয়ে বিপুল ব্যবধান এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ৩৩ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশ ভোট। এছাড়া, নয় শতাংশ ভোট পেয়েছে জাতীয়তাবাদী এলডিপিআর পার্টি।
আংশিক এ ফলাফলে পুতিনপন্থি দলটির বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের পারফরমেন্স বেশ খারাপ। ২০১৬ সালের ওই নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন ইউনাইটেড রাশিয়া।
জীবনযাত্রার মানে অবনতি ও ক্রেমলিন সমালোচক আলেক্সেই নাভালনির তোলা দুর্নীতির অভিযোগে ভোটব্যাংকে টান পড়েছে পুতিনপন্থিদের। নাভালনি-মিত্রদের পরিকল্পিত নির্বাচনী প্রচারণাতেও ক্ষতি হয়েছে বেশ।
ক্রেমলিন সমালোচকদের অভিযোগ, এবারের নির্বাচনও ছিল ভুয়া। তাদের দাবি, অবাধ নির্বাচন হলে ইউনাইটেড রাশিয়ার ফলাফল আরও বেশি খারাপ হতো।