নিউজিল্যান্ড সফর বাতিল ইস্যুতে ভারতকে ‘অশিক্ষিতের দেশ’ বললেন আফ্রিদি
রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তান চিরশত্রু। সম্প্রতি নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পেছনেও ভারতের হাত দেখছে দেশটির রাজনীতিবিদরা। শহিদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররাও ভারতকে সন্দেহ করতে ছাড়ছেন না।
এমনিতে গৌতম গম্ভীর ছাড়া ভারতীয় ক্রিকেটারদের সাথে আফ্রিদির সম্পর্ক ভালো। তবে নিয়মিতই তিনি রাজনৈতিক ইস্যুতে ভারতকে আক্রমণ করেন। এবার তো ঘুরিয়ে তাদের ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন!
পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছিলেন, “নিউজিল্যান্ড দলকে নাকি ভারত থেকে হুমকিযুক্ত ই-মেইল পাঠানো হয়েছিল। এই প্রসঙ্গে আফ্রিদি ‘ওয়েস্টার্ন ব্লক’কে ভারতের পথে না হাঁটার পরামর্শ দিয়ে বলেন, ‘বৃহত্তর চিন্তা করতে গেলে, সারা বিশ্বের কাছে আমাদের দেশের গৌরবের বিষয়গুলো তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এটা ঠিক আছে যে, একটা দেশ আমাদের পেছনে লেগে আছে। কিন্তু আমি মনে করি না, বাকি দেশগুলোর একই ভুল করা ঠিক হবে। শিক্ষিত রাষ্ট্র হয়ে তাদের উচিত হবে না ভারতকে অনুসরণ করা।”
নিউজিল্যান্ড দলের সফর বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ‘ক্রিকেট পাকিস্তান’কে আফ্রিদি আরো বলেন, “নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও পাকিস্তানকে ভালোবাসে। কিন্তু তাদের এ রকম কাজ ক্ষমার অযোগ্য। তারা সত্যিই কোনো সুনির্দিষ্ট হুমকি পেলে সেটা পিসিবিকে জানাত। পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা তো এ রকম পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় প্রস্তুত আছে। তাদের এই সফরের জন্যই তো বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তাদের নিরাপত্তা পরিদর্শকরাও সব দেখে শুনে সবুজ সংকেত দিয়েছিল।”