ভ্যাকসিন বিরোধী কনটেন্ট ব্লক করছে ইউটিউব
বুধবার এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে যে, “ইউটিউব থেকে সমস্ত ভ্যাকসিন-বিরোধী কনটেন্ট ব্লক করা হবে।”
করোনাভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো কনটেন্টগুলোর (যেগুলো অনুমোদিত ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য প্রদান করে) উপর নিষেধাজ্ঞা আরোপের চেয়ে এর পরিধি আরো ব্যাপক।
ইউটিউবে অনুমোদিত নয় এমন কনটেন্টের মধ্যে রয়েছেঃ এমন দাবি করা যে ফ্লু ভ্যাকসিন বন্ধ্যাত্বের কারণ এবং এমএমআর শট (যা হাম, মাম্পস এবং রুবেলা থেকে রক্ষা করে) এর মাধ্যমে অটিজম হতে পারে।
ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউটিউব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং জোসেফ মার্কোলাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ‘ভ্যাকসিন-বিরোধী’ কর্মীদের সাথে যুক্ত চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করেছে।
এই ঘোষণা এমন এক সময়ে আসলো যখন, ইউটিউব এবং অন্যান্য ‘টেক জায়ান্ট’ যেমন ফেসবুক এবং টুইটার তাদের সাইটে স্বাস্থ্য বিষয়ে ভুয়া তথ্যের বিস্তার বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার জন্য সমালোচিত হয়েছে।
সূত্রঃ রয়টার্স